ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো

News Editor 2022-12-25 জাতীয় View 794

বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি কোম্পানি বেক্সিমকো। প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান মনে করেন এই সফলাতর পেছনে কিছু নির্দিষ্ট কারন আছে। এই কারনগুলো তার প্রতিষ্ঠানের ভিত্তি তৈরি করেছে। আজও তিনি সেগুলোর তাৎপর্য অনুধাবন করেন। 


যে স্তম্ভগুলো ব্যবসার জন্য বেশী গুরুত্বপূর্ণ 

ব্যবসার স্তম্ভগুলো চিন্তাভাবনা করে নির্ধারন করা উচিত। সালমান এফ রহমানের মতে ব্যবসার মূল স্তম্ভ হলো গ্রাহক, কর্মী ও লক্ষ্য। 


ক্রেতারাই বিক্রয় বাড়াতে সাহায্য করে। বিনিয়োগকারীরা কমবেশি, প্রতিষ্ঠানের উন্নয়নে সাহায্য করতে পারে। ক্রেতাদের চাহিদা মেটাতে প্রতিষ্ঠানের কর্মীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। অন্যদিকে বিক্রেতারা ব্যবসা চালানোর জন্য প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ জিনিসগুলি সরবরাহ করে রাজস্ব বৃদ্ধিতে অবদান রাখে। সালমান এফ রহমানের মতে অন্যান্য ব্যবসায়িক প্রতিযোগীরাও গুরুত্বপূর্ণ।  প্রতিযোগীদরে ছাড়া প্রতিষ্ঠানের সক্ষমতা সম্মন্ধে ধারনা পাওয়া কঠিন। প্রতিযোগীদের সাফল্য আরও ভাল করার জন্য তাগিদ দিতে থাকে।


বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি কোম্পানি বেক্সিমকো। প্রতিষ্ঠানের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান মনে করেন এই সফলাতর পেছনে কিছু নির্দিষ্ট কারন আছে। এই কারনগুলো তার প্রতিষ্ঠানের ভিত্তি তৈরি করেছে। আজও তিনি সেগুলোর তাৎপর্য অনুধাবন করেন। 

ব্যবসায় উৎকর্ষতা আরও ভাল কিছু করার ক্ষমতাকে উন্নত করে। ব্যবসায়িক শ্রেষ্ঠত্ব বিভিন্নভাবে অর্জন করা যেতে পারে। একজন ব্যবসায়ীর এই বৈশিষ্ট্যটি ধারন করা উচিত। কর্মীদেও এ বিষয়টি ধারন করা উচিত। সে কারনে একটি দক্ষ কর্মী টিম তৈরী করার সময় যোগ্য কর্মীদের বাছাই করা উচিত।  


স্বল্পমেয়াদী লক্ষ্যগুলি দ্রুত সন্তুষ্টি প্রদান করে এবং সেগুলো কম সময়ের মধ্যে অর্জন যায়। কিন্তু স্বল্পমেয়াদী লক্ষ্যগুলির বিপরীতে দীর্ঘমেয়াদী লক্ষ্যের ক্ষেত্রে দীর্ঘস্থায়ী ফলাফল পাওয়া যা। তবে সেগুলি অর্জন করতেও সময় লাগে। মনে রাখতে হবে যে সফলতা দ্রুত আসে না। তাই জটিল ও দীর্ঘস্থায়ী লক্ষ্যগুলো অর্জন করার জন্য প্রয়োজন অধিক সময় এবং ধৈর্য। কিছু ব্যবসয়িদের জন্য লাভ এবং ক্ষতির অনুপাত গুরুত্বপূর্ণ হতে পারে। তবে আর্থিক প্রবৃদ্ধির সামগ্রিক উন্নয়নই হলো অগ্রগতি বা উন্নতি। সালমান এফ রহমানের মতে ব্যবসার উন্নতি হলো 

•    পণ্য/পরিষেবার মাধ্যমে ক্রেতাদের জীবনমানের উন্নয়ন।

•    কর্মীদের উন্নয়ন।

•    ব্যবসায়িক লক্ষ্য অর্জন।

•    নতুন লক্ষ্য স্থির করা এবং অর্জন করার তাগিদ


তবে অগ্রগতির ধারণা ব্যবসা ও ব্যবসায়িভেদে আলাদা হতে পারে। সালমান এফ রহমানের মতে ব্যবসায়িদের এমন ধারনা থাকা উচিত না যে ব্যবসা কেবলমাত্র রাজস্ব আয়ের জন্যই। তাদের মনে রাখা উচিত যে ব্যবসার সামগ্রিক উন্নয়ন অনেক গুরুত্বপূর্ণ।

সাম্প্রতিক