রুহুল তালুকদারের সাফল্য

News Editor 2021-08-01 জাতীয় View 1343

রুহুল তালুকদার। ব্রাজিলের প্রবাসী বাংলাদেশী। ইচ্ছাশক্তি এবং কর্ম দিয়ে নিজেকে একজন সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলেছেন। সেটা ব্রাজিলের মাটিতে। 


তার বাড়ি কেরানীগঞ্জে। ৬ বছর আগে ব্রাজিলে পৌঁছান আর্থিক অবস্থার উন্নতির স্বপ্ন নিয়ে। চূড়ান্ত ইচ্ছাশক্তি এবং কাজের প্রতি নিষ্ঠা নিয়ে এই ৬ বছরে নিজের ভিত্তি জোরদার করেন। তার একটি প্রতিষ্ঠান আছে যেখানে কাপড় বিক্রি হয়। নিজের ব্র্যান্ডের নাম দিয়েছেন বাংলা জিন্স। দেশের গার্মেন্টস শিল্প যেমন উন্নতি করেছে, তেমনি রুহুল তালুকদার তার বাংলা জিন্স ব্র্যান্ড ব্রাজিলের বাজারে প্রতিষ্ঠিত করেছেন। 


তার বাড়ি কেরানীগঞ্জে। ৬ বছর আগে ব্রাজিলে পৌঁছান আর্থিক অবস্থার উন্নতির স্বপ্ন নিয়ে। চূড়ান্ত ইচ্ছাশক্তি এবং কাজের প্রতি নিষ্ঠা নিয়ে এই ৬ বছরে নিজের ভিত্তি জোরদার করেন। তার একটি প্রতিষ্ঠান আছে যেখানে কাপড় বিক্রি হয়। নিজের ব্র্যান্ডের নাম দিয়েছেন বাংলা জিন্স। দেশের গার্মেন্টস শিল্প যেমন উন্নতি করেছে, তেমনি রুহুল তালুকদার তার বাংলা জিন্স ব্র্যান্ড ব্রাজিলের বাজারে প্রতিষ্ঠিত করেছেন।



বিভিন্ন মার্কেটিং কৌশল ব্যবহার করেছেন। বেশিরভাগ কৌশল এর সুফল পেয়েছেন। ব্রাজিলের মার্কেটে তার প্রতিষ্ঠান শার্ট এবং প্যান্ট এর চাহিদা তৈরি হয়েছে। 


আর্থিক অবস্থার উন্নতির আশায় গিয়েছিলেন ব্রাজিলে। আশা পূরণ হয়েছে রুহুল তালুকদারের। এখন তিনি কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিতে পারেন। এটা তা বড় প্রাপ্তি। 


তার ইচ্ছা তার ব্র্যান্ডটিকে ল্যাটিন আমেরিকার অন্যান্য দেশেও পরিচিত করতে। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।

সাম্প্রতিক