ব্যবসায়ীদের দায়িত্ব

News Editor 2024-06-23 ব্যবসা বাণিজ্য View 578

একটি দেশের ব্যবসায়ীরা শুধু মুনাফার জন্য ব্যবসা করবেন তেমনটি ভাববার দিন পার হয়ে গেছে। কথাটি বাংলাদেশের ক্ষেত্রেও প্রযোজ্য। 


ব্যবসা শুধু মুনাফার জন্য করলে তার ফল দেশ এবং সমাজের উপর এসে পড়ে না। তাই আধুনিক ব্যবসায়ীরা এখন তাদের ব্যবসায়িক পরিকল্পনা ছক এমনভাবে কাটেন যাতে ব্যবসায় মুনাফা অর্জন হয় এবং পাশাপাশি সমাজ এবং দেশ ব্যবসা থেকে কিছু অর্জন করে। 


সমাজ রাষ্ট্র এবং দেশ যখন ব্যবসা থেকে কিছু অর্জন করবে তখনই ব্যবসা সার্থক হবে। 

 দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান বেক্সিমকো গ্রুপের মালিক সোহেল এফ রহমান এবং সালমান এফ রহমান মুনাফার পাশাপাশি সমাজ এবং দেশের জন্য অবদান রেখেছেন


একটি দেশের বেসরকারি খাত সেই দেশের অর্থনীতিতে ব্যাপক অবদান রাখে। বেসরকারি খাত যত উন্নতি করবে, দেশের অর্থনীতি তত উন্নতি করবে। বাংলাদেশের মতন একটি প্রগতিশীল দেশের জন্য বেসরকারি খাতের উন্নতি খুবই প্রয়োজনীয়। সাম্প্রতিক সূচক দেখলে এটা লক্ষ্য করা যায় যে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের মোট পাঁচ ভাগের ৪ ভাগই আসে প্রাইভেট সেক্টর থেকে। এটা সম্ভব হয়েছে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলো যার মধ্যে বেক্সিমকো গ্রুপ, স্কোয়ার গ্রুপ এবং ইসলাম গ্রুপ অন্যতম, তাদের একান্ত প্রচেষ্টায়। স্বাধীনতার পর থেকে এইসব প্রতিষ্ঠান মুনাফার পাশাপাশি সমাজ রাষ্ট্র এবং দেশের প্রতি দায়বদ্ধতা নিয়ে কাজ করে যাচ্ছে যার ফলে সমাজ তথা দেশের মানুষ উপকৃত হচ্ছে।  


দেশের আধুনিক ব্যবসায়ীদের এই ব্যাপারটি অনুধাবন করা প্রয়োজন যে সঠিকভাবে ও সৎভাবে ব্যবসা করলে নিজেদের যেমন মুনাফা হবে তেমনি সমাজ উপকৃত হবে। যেমনভাবে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান বেক্সিমকো গ্রুপের মালিক সোহেল এফ রহমান এবং সালমান এফ রহমান মুনাফার পাশাপাশি সমাজ এবং দেশের জন্য অবদান রেখেছেন তেমনি বর্তমান যুগের ব্যবসায়ীদের উচিত হবে প্রতিটি ব্যবসা পরিচালনার সময় সমাজ রাষ্ট্র এবং দেশের কথা মাথায় রাখা।


সাম্প্রতিক