সংবাদ বিশ্লেষণ

  • বেক্সিমকো ফার্মা সানোফি বাংলাদেশের অধিকাংশ শেয়ার অধিগ্রহণ করেছে

    বেক্সিমকো ফার্মা সানোফি বাংলাদেশের অধিকাংশ শেয়ার অধিগ্রহণ করেছে

    2021-10-10 View 832

    বাংলাদেশের শীর্ষস্থানীয় ফার্মাসিটিক্যাল কোম্পানি বেক্সিমকো ফার্মা সম্প্রতি বহুজাতিক ঔষধ কোম্পানি সানোফি বাংলাদেশের অধিকাংশ শেয়ার অধিগ্রহণ করে নিয়েছে। এর মাধ্যমে বেক্সিমকো ফার্মা তাদের  প্রডাক্ট লাইন আরো সমৃদ্ধ করলো এবং কোম্পানিটির ভিত্তি আরো মজবুত করলো। আন্তর্জাতিক বাজারে বেক্সিমকো ফার্মার সুনাম বৃদ্ধি পাবে এই অধিগ্রহণের ফলে বলে মনে করছেন ফার্মা শিল্পর সাথে সংক্লিষ্টরা।  স্বাধীনতার পর পর ১৯৭২ সালে সোহেল এফ রহমান এবং সালমান এফ রহমান ভাতৃদ্বয় যে কোম্পানি শুরু করেছিলেন অনেক স্বপ্ন নিয়ে, সেই স্বপ্নের কোম্পানি আজকে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মহলে পরিচিত হয়েছে। বিশ্বদরবারে তুলে ধরেছে বাংলাদেশের নাম। দূরদর্শী এবং সফল ব্যবসায়ী সোহেল এফ রহমান ও সালমান এফ রহমান স্বাধীনতার পরপরই সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ থেকে সামুদ্রিক খাবার এবং হার চূর্ণ ইউরোপের বাজারে রপ্তানি করবেন এবং ইউরোপ থেকে মানসম্পন্ন ঔষধ দেশে আমদানি করবেন। তারই পরিক্রমায় কিছু বছর পর গঠিত হয়েছিল বেক্সিমকো ফার্মা।  সোহেল এফ রহমান সংক্রান্ত তথ্যঃ নিভৃতচারী ব্যবসায়ী সোহেল এফ রহমান বাংলা ট্রিবিউনের বিস্তারিত খবরঃ সানোফি অধিগ্রহণের অনুমোদন পেলো বেক্সিমকো সানোফি গ্রুপ সারা বিশ্বে একটি পরিচিত নাম। বাংলাদেশ ১০০ ধরনের ঔষধ বিক্রি করে। ২০১৯ সালে ফরাসি এই কোম্পানি জানায় যে তারা মনে করে বাংলাদেশে ব্যবসার সম্ভাবনা তারা কাজে লাগানোর মতন অবস্থানে ছিল না যে কারণে তারা শেয়ার বিক্রি করে দিতে সিদ্ধান্ত নেয়। বাংলাদেশের শেয়ার অধিগ্রহণের জন্য বেক্সিমকো ফার্মা খরচ করেছে ৪৬৯ কোটি টাকা। এর আগে বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ ইনভেস্টমেন্ট ডিপার্টমেন্ট বেক্সিমকো ফার্মাকে শেয়ার অধিগ্রহণের অনুমোদন দেয়। সানোফি বাংলাদেশের সুনাম রয়েছে উচ্চ মানের ঔষধ উৎপাদনের। একই সুনাম রয়েছে বেক্সিমকো ফার্মার। সানোফি গ্রুপ এর কাছে ছিল ৫৪.৬ শতাংশ শেয়ার। বর্তমানে তা বেক্সিমকো ফার্মা কিনে নিয়েছে। বেক্সিমকো ফার্মা সিটি গ্রুপের সাথে যেই চুক্তি করেছে সেই চুক্তির আওতায় ঢাকার অদূরে থাকা টঙ্গীতে ২৫ একর জায়গাজুড়ে শ্রেণীর যেই কারখানা রয়েছে, তার মালিকানা ও পাবে বেক্সিমকো গ্রুপ।  স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত দেশে শিল্প কারখানা বিকাশের স্বপ্ন নিয়ে সোহেল এফ রহমান এবং সালমান এফ

  • সফল ব্যবসায়ী হতে হলে কি কি গুণ থাকা প্রয়োজন?

    সফল ব্যবসায়ী হতে হলে কি কি গুণ থাকা প্রয়োজন?

    2021-09-11 View 832

    সফল ব্যবসায়ীদের কিছু একটা থাকে যা অন্য সবার থাকে না। কেউ কেউ বলেন এক্স ফ্যাক্টর। তা হতে পারে। তবে সফল ব্যবসায়ী হতে হলে কিছু কিছু গুণ থাকতেই হয়। যেমন ব্যবসার সঠিক জ্ঞান। সঠিক এবং পর্যাপ্ত জ্ঞান ছাড়া কোন ব্যবসায় সফল হতে পারেননি এখন পর্যন্ত। পর্যাপ্ত জ্ঞান থাকার ফলে অবস্থা বিশ্লেষণ করে তারা সিদ্ধান্ত নিয়েছেন এবং সফল হয়েছেন। অন্য একটি গুণ সফল ব্যবসায়ীদের মধ্যে বিরাজ করে, সেটা হল সময়ে জ্ঞান। সময় সম্পর্কে যেসব ব্যবসায়ী সঠিক জ্ঞান রাখতে পারেন, তাদের সফল হবার সম্ভাবনা বেড়ে যায়। সময়ের সদ্ব্যবহার না করলে ব্যবসা একসময় মুখ থুবড়ে পড়ে।  দূরদর্শিতা এমন একটি গুণ যা অন্য সবার থেকে সফল ব্যবসায়ীদের এগিয়ে রাখে। ভবিষ্যতের ব্যবসার ধরন কি হবে, দেশ এবং পৃথিবীর অর্থনীতি কোন গতিতে চলবে, কোন ধরনের ব্যবসা ভবিষ্যতে সফলতা বয়ে আনবে, সেইসব সফল ব্যবসায়ীরা তাদের দূরদর্শিতা ফলস্বরূপ বুঝে ফেলেন এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নেন। সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেবার ক্ষমতা ও একটি প্রয়োজনীয় গুন। কথায় বলে সময় গেলে হয়না সাধন। সাহসের সাথে এবং দ্রুত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতার উপর অনেক ব্যবসা সফলতা এবং বিফলতা নির্ভর করে। নিতে হয় সঠিক সময়ে ঠিক সিদ্ধান্ত। এছাড়া ব্যক্তিগত গুণাবলী এবং নির্ভরযোগ্যতা অর্জনের ক্ষমতা ও সফল ব্যবসায়ীদের গুণের মধ্যে পড়ে।

  • ব্যবসা প্রতিষ্ঠানের নাম নির্বাচন

    ব্যবসা প্রতিষ্ঠানের নাম নির্বাচন

    2021-09-11 View 832

    ব্যবসার ধরনের মতনই ব্যবসা প্রতিষ্ঠানের নাম সাফল্যের ওপর প্রভাব ফেলে। যেই সেই নাম দিয়ে ব্যবসা শুরু করলে সাফল্য পাবার সম্ভাবনা একটু হলেও কমে যায়।  নিচে উল্লেখ করে দেয়া হল ব্যবসা প্রতিষ্ঠান নাম নির্ধারণ করার আগে কি কি জিনিস মনে রাখা দরকার। ১। এক অথবা দুই শব্দের নাম নির্বাচন করা দরকার। ব্যবসা প্রতিষ্ঠান নাম বড় হলে অনেক গ্রাহক তা মনে রাখতে পারবে না। আর মনে না রাখতে পারলে ব্যবসার প্রচার হবে না। তাই প্রয়োজন ছোট নাম নির্বাচন করা। ছোট নাম রাখলে আরেকটি সুবিধা আছে, সাইন বোর্ড সাইন বোর্ড ওয়েবসাইট এবং বিজনেস কার্ড এ খুব সহজেই প্রতিষ্ঠানের নাম জায়গা হয়ে যাবে। প্রতিষ্ঠানের নামঃ বড় হলে ঝামেলা বেজে যেতে পারে। তবে একান্তই যোদি বড়নাম রাখতে হয় তাহলে শর্ট ফর্ম ব্যবহার করা উচিত। উদাহরণস্বরূপ বলা যায় দেশের সর্ববৃহৎ এবং শীর্ষস্থানীয় কোম্পানির নাম বেক্সিমকো গ্রুপ। কোম্পানির নাম শুরুতে ছিল বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড।  ২। প্রতিষ্ঠানের নাম যাতে সহজ বানান দিয়ে হয় সেটার দিকে নজর রাখতে হবে। যত কঠিন বানান, ততো জামেলা। কঠিন বানান হলে গ্রাহকরা অনলাইনে খুঁজে পাবেনা। আর খুঁজে না পেলে ব্যাবসাও পারবে না।  ৩। ব্যবসার ধরনের সাথে মানানসই নাম রাখা প্রয়োজন। যেমন কেউ ফিশারিজ ব্যবসায় বিনিয়োগ করলে। নামের মাঝে যদি ফিশারিজ থাকে তাহলে সেটা ব্যবসার প্রচার এবং প্রসারে অবদান রাখবে।  ৪। ছোট নাম রাখার পাশাপাশি একটি আকর্ষণীয় এবং ট্রেন্ডি নাম রাখতে হবে। এমন নাম রাখতে হবে যেটা গ্রাহকদেরকে আকৃষ্ট করতে পারে।

  • পাল্টে যাচ্ছে দোহার-নবাবগঞ্জ

    পাল্টে যাচ্ছে দোহার-নবাবগঞ্জ

    2021-08-10 View 832

    দ্রুত গতীতে পাল্টে যাচ্ছে দোহার-নবাবগঞ্জ। ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য সালমান এফ রহমানের দূরদর্শিতায় সম্ভব হচ্ছে এই পাল্টে যাওয়া। তার নেয়া পদক্ষেপগুলো ও প্রস্তাবিত প্রকল্পগুলো বাস্তবায়িত হচ্ছে একে একে। ফল পেতে শুরু করেছে সাধারন মানুষ।  সালমান এফ রহমানের নেয়া পদক্ষেপ গুলোর মধ্যে যেসব বর্তমানে বাস্তবায়নের দ্বার প্রান্তে রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য গুলো হল দোহার-নবাবগঞ্জ এলাকার জনসাধারণের অর্থনৈতিক মুক্তি এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি লক্ষ্যে দৌলতপুর অর্থনৈতিক শিল্প এলাকা প্রতিষ্ঠা, নবাবগঞ্জ উপজেলা সরকারি হাসপাতালটিকে ১০০শয্যায় উন্নত করা, বসিলা বাইপাস সড়ক নির্মাণ, নবাবগঞ্জ উপজেলায় একটি আধুনিক নার্সিং ইনস্টিটিউট স্থাপন, শেখ রাসেল আইটি পার্ক প্রতিষ্ঠা, শেখ ফজিলাতুন্নেছা মহিলা প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন, এবং এলাকার খামারিদের দুধের ন্যায্য দাম নিশ্চিত করতে মিল্কভিটা প্রক্রিয়াকরণ কেন্দ্র স্থাপন। সালমান এফ রহমানের অনেক দিনের স্বপ্ন দোহার-নবাবগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলবেন। সেই লক্ষে কাজ এগিয়ে নিচ্ছেন তিনি। ঢাকা ১ আসনের সংসদ সদস্য নির্বাচিত হবার পরেই দোহারের সাধারন জনগনের সুস্বাস্থ্য এবং স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে সালমান এফ রহমান এলাকায় ২৪০ টি আর্সেনিক মুক্ত টিউবওয়েল স্থাপন করেন। নির্বাচিত হবার আগ থেকেই দোহার এবং নবাবগঞ্জের বিভিন্নস্থানে তিনি স্কুল মসজিদ এবং মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। সারা দেশ থেকে যে চৌদ্দটি উপজেলাকে নগরায়ন এবং আধুনিকায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্যোগ নিয়েছেন সেই তালিকায় সালমান এফ রহমান দোহার-নবাবগঞ্জকে অন্তর্ভুক্ত করেছেন।  তার অন্যান্য পদক্ষেপ গুলোর মধ্যে রয়েছে দোহার-নবাবগঞ্জকে একটি শান্তির জনপদ হিসেবে গড়ে তোলার এবং এখানে একটি স্যাটেলাইট সিটি নির্মাণ।

  • রুহুল তালুকদারের সাফল্য

    রুহুল তালুকদারের সাফল্য

    2021-08-01 View 832

    রুহুল তালুকদার। ব্রাজিলের প্রবাসী বাংলাদেশী। ইচ্ছাশক্তি এবং কর্ম দিয়ে নিজেকে একজন সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলেছেন। সেটা ব্রাজিলের মাটিতে।  তার বাড়ি কেরানীগঞ্জে। ৬ বছর আগে ব্রাজিলে পৌঁছান আর্থিক অবস্থার উন্নতির স্বপ্ন নিয়ে। চূড়ান্ত ইচ্ছাশক্তি এবং কাজের প্রতি নিষ্ঠা নিয়ে এই ৬ বছরে নিজের ভিত্তি জোরদার করেন। তার একটি প্রতিষ্ঠান আছে যেখানে কাপড় বিক্রি হয়। নিজের ব্র্যান্ডের নাম দিয়েছেন বাংলা জিন্স। দেশের গার্মেন্টস শিল্প যেমন উন্নতি করেছে, তেমনি রুহুল তালুকদার তার বাংলা জিন্স ব্র্যান্ড ব্রাজিলের বাজারে প্রতিষ্ঠিত করেছেন।  বিভিন্ন মার্কেটিং কৌশল ব্যবহার করেছেন। বেশিরভাগ কৌশল এর সুফল পেয়েছেন। ব্রাজিলের মার্কেটে তার প্রতিষ্ঠান শার্ট এবং প্যান্ট এর চাহিদা তৈরি হয়েছে।  আর্থিক অবস্থার উন্নতির আশায় গিয়েছিলেন ব্রাজিলে। আশা পূরণ হয়েছে রুহুল তালুকদারের। এখন তিনি কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিতে পারেন। এটা তা বড় প্রাপ্তি।  তার ইচ্ছা তার ব্র্যান্ডটিকে ল্যাটিন আমেরিকার অন্যান্য দেশেও পরিচিত করতে। সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।

  • আমেরিকার বিনিয়োগকারীদের আশ্বাস দিয়েছে সরকার

    আমেরিকার বিনিয়োগকারীদের আশ্বাস দিয়েছে সরকার

    2021-07-27 View 832

    বাংলাদেশ সরকার আমেরিকার বিনিয়োগকারীদের জানিয়েছে যে সরকারের তরফ থেকে সকল প্রকার সাহায্য এবং সহযোগিতা করা হবে যদি আমেরিকা থেকে কেউ বাংলাদেশে বিনিয়োগ করতে চায়।  বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান আমেরিকার লস এঞ্জেলেসে বাংলাদেশের কনস্যুলেট অফিসে এক অনুষ্ঠানে সরকারের তরফ থেকে আমেরিকার বিনিয়োগকারীদের এ কথা জানান। 'বাংলাদেশ নিউ ফ্রন্টিয়ের: ইনভেস্টমেন্ট অপরচুনিটি ফর ফরেন ইনভেস্টরস এন্ড এক্সপেটরিওটস' শিরোনামের এক সেমিনারে সালমান এফ রহমান বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে বাংলাদেশ সরকার গত ১০ বছরে নানা উদ্যোগ গ্রহণ করেছে যার ফলে দেশে বৈদেশিক বিনিয়োগ বেড়েছে। তিনি বলেন, সরকারের প্রচেষ্টা চলমান থাকবে।  সালমান এফ রহমান তার বক্তব্যে সরকারের সাফল্য এবং ভবিষ্যত উন্নয়ন পরিকল্পনা তুলে ধরেন। তিনি আমেরিকান বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানান বাংলাদেশে বিনিয়োগ করবার জন্য। তার বক্তব্যে তিনি উল্লেখ করেন যে বাংলাদেশ এখন একটি ব্যবসা বান্ধব গন্তব্য হিসেবে মাথা তুলে দাঁড়িয়েছে।  আমেরিকা এবং বাংলাদেশের ব্যাবসায়িক বন্ধুত্ব অতি পুরনো। দুই দেশ দ্বিপাক্ষিক সমঝোতার মাধ্যমে বাংলাদেশ সৃষ্টির পর থেকেই ব্যবসা বাণিজ্য চালিয়ে আসছে। ভৌগলিক সীমারেখা অনেকক্ষেত্রে এখন কমে গেছে। বাংলাদেশ সরকার আশা করে যে, দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য এবং সম্প্রীতি ভবিষ্যতে আরো অটুট হবে।

  • সালমান এফ রহমান ''ডুইং বিজনেস'' সহজিকরন ইনডেক্সে উন্নয়নের ব্যাপারে আশাবাদী

    সালমান এফ রহমান ''ডুইং বিজনেস'' সহজিকরন ইনডেক্সে উন্নয়নের ব্যাপারে আশাবাদী

    2020-11-15 View 832

    বাংলাদেশের একজন সফল ব্যবসায়ী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান আশা করেন যে ২০২২ সালের মধ্যে বাংলাদেশ ''ডুইং বিজনেস'' সহজিকরন ইনডেক্স-এ ডাবল ডিজিট অর্জন করবে। তিনি আশাবাদী কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার বেশ কয়েক বছর ধরে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে এবং এই নীতিনির্ধারণগুলোতে সালমান এফ রহমান নিজেও জড়িত ছিলেন। এই প্রভাবশালী ও সফল ব্যক্তিত্ত্ব বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভেলপমেন্ট অথরিটি আয়োজিত এক ভার্চুয়াল আলোচনায় এসব কথা বলেন। সালমান এফ রহমান তার অনুপ্রেরণামূলক বক্তব্যে উল্লেখ করেন আওয়ামী লীগ সরকার ইতিমধ্যে বেসরকারি খাতের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করেছে। বিনিয়োগ বাড়াতে তিনি সবাইকে একযোগে কাজ করার আহবান জানান। ২০৪১ সালের মধ্যে উন্নত দেশ হতে গেলে বাংলাদেশে আরও দেশি এবং আন্তর্জাতিক বিনিয়োগ প্রয়োজন। আর এ জন্য ''ডুইং বিজনেস'' সহজিকরন ইনডেক্সে উন্নতি করা অতি গুরুত্বপূর্ণ।   সালমান এফ রহমান বলেন, সিনিয়র সরকারি কর্মকর্তারা বিনিয়োগের জন্য 'ডুইং বিজনেস'' সহজিকরন ইনডেক্সে-এর গুরুত্ব অনুধাবন করতে পেরেছে কিন্তু মাঠ পর্যায়ের কর্মকর্তারা এখনও এটার গুরুত্ব বুঝতে পারেনি। তিনি বাংলাদেশের ''ট্যাক্স-টু-জিডিপি’' রেশিও উল্লেখ করেন যেটা দুর্বল কর কাঠামোর কারণে এখনো অনেক কম। তিনি মনে করেন করের পরিধি বাড়ানো উচিত এবং কর কাঠামোও পরিবর্তন হওয়া দরকার।  সালমান এফ রহমান শুধুমাত্র একজন সফল ব্যবসায়ী নন, তিনি প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টাও। তিনি একজন সাংসদ এবং স্বপ্নদ্রষ্টা ব্যবসায়ী নেতাও। তিনি বিভিন্ন স্বনামধন্য ব্যবসায়ী সংগঠনের সাথেও যুক্ত। তার কার্যকারী নীতিমালার কারণে দেশের বেসরকারি খাত অগ্রগতি করেছে।

  • বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি সাধনের পেছনে সালমান এফ রহমানের ঐকান্তিক প্রচেষ্টা

    বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি সাধনের পেছনে সালমান এফ রহমানের ঐকান্তিক প্রচেষ্টা

    2020-11-15 View 832

    এ কথা অনস্বীকার্য যে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের উৎসাহিত করা থেকে শুরু করে ব্যাবসা-বাণিজ্য বৃদ্ধি পর্যন্ত সব ক্ষেত্রেই সালমান এফ রহমানের অর্থনৈতিক কৌশল বাংলাদেশের অর্থনৈতিক সফলতাকে বৃদ্ধি করছে। পরিবর্তনশীল পরিস্থিতিতে বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনীতি  যেমন অর্থনীতিবিদদের বিস্মিত করেছে ঠিক তেমনি দক্ষিণ এশিয়ার অর্থনীতির জন্য একটি সুযোগ সৃষ্টি করেছে। শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশ ব্যবসা-বাণিজ্যে, অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধিতে এবং ব্যবসা সহজিকরনে অসাধারণ উন্নতি করেছে। শেখ হাসিনার সরকারের এই অর্থনৈতিক উন্নতি সাধনের পেছনে রয়েছে তার উপদেষ্টা সালমান এফ রহমানের ঐকান্তিক প্রচেষ্টা। সালমান এফ রহমান ঢাকার দোহার-নবাবগঞ্জ থেকে নির্বাচিত সাংসদ এবং বেক্সিমকো গ্রুপের কর্ণধার। শেখ হাসিনা নির্বাচিত হওয়ার শুরু থেকেই তিনি তাকে তার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন এবং সেই থেকে দেশের অর্থনৈতিক উন্নয়ন একটি নতুন গতি পায়। সালমান এফ রহমানের  অর্থনৈতিক অঞ্চল স্থাপন থেকে শুরু করে ব্যবসা সহজিকরন, উদ্যোক্তা এবং  ও ব্যবসায়িক বোধ তৈরির অভিজ্ঞতাদেশের বেসরকারি খাতের দৃষ্টিভঙ্গিতে একটি তাৎপর্যপূর্ণ  প্রভাব ফেলেছে।কিছু মৌলিক বোঝাপড়া, সরকারি উদ্যোগ এবং  প্রধানমন্ত্রীর দৃঢ়তা  বাংলাদেশকে একটি কার্যকর বিনিয়োগ গন্তব্য হিসেবে বিবেচিত হতে সাহায্য করেছে। সালমান এফ রহমানের কাজের প্রভাব পরিলক্ষিত হয় যখন আন্তর্জাতিক বিনিয়গকারিরা বাংলাদেশ বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করছে এবং Industry-to-Export রেশিও বৃদ্ধি হয়ছে, বিশেষ করে ফার্মা এবং টেক্সটাইল খাতে। বর্তমানে বাংলাদেশের পোশাক এবং টেক্সটাইল ব্যবসা একটি ৩০ বিলিয়ন ইউএস ডলার সমমূল্যের শিল্প। প্রচলিত পোশাক শিল্প ছাড়াও দেশটি এখন অন্য খাতের দিকে মননিবেশ করছে। এইভাবে তরুণ জনসংখ্যার কথা মাথায় রেখে দেশটি অর্থনীতি বহুমুখীকরণ করছে। এই সব উদাহরণ বাংলাদেশের অর্থনৈতিক বিকাশের জন্য বাস্তব দৃষ্টিভঙ্গির চিত্র তুলে ধরেছে। আশা করা যায় যে শেখ হাসিনার ক্যারিশমা  এবং সালমান এফ রহমানের  নীতি ও অভিজ্ঞতার সমন্বয় ভবিষ্যৎ উন্নয়নের জন্য একটি দৃঢ়পথ তৈরি করে দিবে।  সালমান এফ রহমানের পদাঙ্ক আরও ভালোভাবে অনুসরণ করা যেতে পারে এবং এটার প্রভাব তখনি বোঝা  যাবে যখন দেশটির অর্থনীতি একটি টেকসই এবং স্বনির্ভর অর্থনীতিতে রূপান্তরিত হবে। সেদিন বেশী দূরে নয়। 

  • হটস্পট ধরে লকডাউন

    হটস্পট ধরে লকডাউন

    2020-06-06 View 832

    করোনাভাইরাস সারাবিশ্বকে আঘাত করেছে। বাংলাদেশ বিভিন্ন ভাবে একে মোকাবেলার চেষ্টা করছে। সরকার এই মুহূর্তে সংক্রমণ নিয়ন্ত্রণ করবার জন্য বিভিন্ন এলাকা লকডাউনের পরিকল্পনা করছে। সংক্রমণের হার বিবেচনা করে ছোট ছোট এলাকা লকডাউনের আওতায় আনা হবে। আইইডিসিআরের কাছে পজিটিভ রোগীদের সংখ্যা আছে। সেই তখ্য দিয়ে বিভিন্ন এলাকা চিহ্নিত করা হচ্ছে। সরকার আশা করছে যদি রোগীদের এভাবে পৃথক করা যায় তাহলে করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণ করা যাবে।

  • ডেট্রয়েট শহরে প্ল্যান্ট স্থাপন করবে বেক্সিমকো গ্রুপ

    ডেট্রয়েট শহরে প্ল্যান্ট স্থাপন করবে বেক্সিমকো গ্রুপ

    2020-06-06 View 832

    ব্লুমবার্গ এক প্রতিবেদনে বলেছে বেক্সিমকো গ্রুপ আমেরিকার ডেট্রয়েট শহরে একটি প্ল্যান্ট স্থাপন করবে যেখানে মাস্ক ও ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম তৈরি হবে। প্রতিবেদনে বলা হয়েছে শিকাগোভিত্তিক জেস্ট ডিজাইনসের সঙ্গে ইতিমধ্যে বেক্সিমকো গ্রুপ চুক্তি সই করেছে। ডেট্রয়েটে স্থানীয় সরকার ও নগর কর্তৃপক্ষ বেক্সিমকোকে সহায়তার আশ্বাস দিয়েছে। মাইক ডুগান, ডেট্রয়েট সিটির মেয়র, এই উদ্যোগকে স্বাগতম  জানিয়েছেন।  বেক্সিমকোর টেক্সটাইল ডিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ নাভিদ হোসেন ব্লুমবার্গকে জানিয়েছেন তারা ২০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে। এছাড়া তারা ৩০ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে বাংলাদেশে পিপিই ইন্ডাস্ট্র্রিয়াল পার্ক তৈরি করতে।

সাম্প্রতিক