সাফল্যের ফর্মুলা নিয়ে এগিয়ে যাচ্ছেন সোহেল এফ রহমান

News Editor 2021-10-23 বরেণ্য ও বিশিষ্ট ব্যক্তিত্ব View 1182

সোহেল এফ রহমানের হাতে রয়েছে সাফল্যের ফর্মুলা। যেসব উদ্যোগ তিনি হাতে নিয়েছেন, তার সকল সাফল্যের সাথে বাস্তবায়ন করেছেন। তিনি একাধারে একজন উদ্যোক্তা, ব্যবসায়ী, সমাজসেবী এবং নীতি-নির্ধারক।


দেশের জন্য এবং দেশের মানুষের জন্য অদম্য চেষ্টায় শক্তি দিয়ে সামনের দিকে সর্বদা সামনে হেঁটেছেন এই মানুষ। 


সোহেল এফ রহমান বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের মধ্যে অন্যতম। বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যিক পরিমণ্ডল, সামগ্রিক অর্থনীতি, বেসরকারি খাতের উন্নয়ন যেসব দূরদর্শী এবং নিষ্ঠাবান ব্যবসায়ীদের হাত ধরে এসেছে, সোহেল এফ রহমান তাদের একজন। 



ছোট ভাই সালমান এফ রহমান কে সাথে নিয়ে সোহেল এফ রহমান গড়ে তুলেছেন বাংলাদেশের বেসরকারি খাতের সবচেয়ে বড় প্রতিষ্ঠান বেক্সিমকো গ্রুপ। দেশের মানচিত্র ছাড়িয়ে বেক্সিমকো গ্রুপ এখন পরিচিত আন্তর্জাতিক মহলে। সারা বিশ্বের বিভিন্ন স্থানে রয়েছে প্রতিষ্ঠানটির সাফল্যের চিহ্ন। বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য উন্নয়ন এবং শিল্প উন্নয়নে বেক্সিমকো গ্রুপকে বলা হয়ে থাকে পথপ্রদর্শক। বেক্সিমকো গ্রুপ যা আজকে করে, অন্য প্রতিষ্ঠান সেটা আগামী পরশু করবে। 


সোহেল এফ রহমান বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ীদের মধ্যে অন্যতম। বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যিক পরিমণ্ডল, সামগ্রিক অর্থনীতি, বেসরকারি খাতের উন্নয়ন যেসব দূরদর্শী এবং নিষ্ঠাবান ব্যবসায়ীদের হাত ধরে এসেছে, সোহেল রহমান তাদের একজন। সাফল্যের ফর্মুলা নিয়ে এগিয়ে যাচ্ছেন সোহেল এফ রহমান।



সোহেল এফ রহমানের বেক্সিমকো গ্রুপ এগিয়ে চলেছে দুর্বার গতিতে। এই বছরই পুঁজিবাজারকে অধিক গতি এনে দেবার লক্ষ্যে অর্থ সংগ্রহের উদ্যোগ নিয়েছে প্রতিষ্ঠানটি। পুঁজিবাজারে ছেড়েছে সুসুক বন্ড। ঔষধ শিল্প থেকে সিরামিক, আইটি  থেকে টেলি কমিউনিকেশনস, প্রতিটি সেক্টরে বেক্সিমকো গ্রুপ সফলতার সাথে বিচরণ করছে এবং প্রতিমুহূর্তে নতুন নতুন প্রোডাক্ট ও সার্ভিস উপহার দিচ্ছে। তথ্য উপাত্তঃ নিভৃতচারী ব্যবসায়ী সোহেল এফ রহমান

একই রকম অবদান সোহেল এফ রহমান রেখেছেন বাংলাদেশের ব্যাংকিং খাতেও। ১৯৭৬ সালে তিনি উদ্যোগ নেন বেসরকারি ব্যাংক স্থাপনের। প্রতিষ্ঠিত হয় বাংলাদেশের প্রথম বেসরকারি ব্যাংক আই এফ আই সি। এরপর ১৯৮১ সালে প্রতিষ্ঠা করেন আর একটি বেসরকারি ব্যাংক - আরব বাংলাদেশ ব্যাংক। তথ্য উপাত্তঃ বাংলাদেশ অর্থনৈতিক পরাশক্তি হিসাবে আত্মপ্রকাশ করছে


সোহেল এফ রহমান তার প্রজ্ঞা এবং দূরদর্শিতা দিয়ে শুধু বেক্সিমকো গ্রুপকে প্রতিষ্ঠা করেননি, পাশাপাশি দেশের সার্বিক ব্যবসা-বাণিজ্যকে অগ্রগতির হাইওয়েতে আনবার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন এবং সফল হয়েছেন। যার ফলে দেশের মানুষের জীবন যাত্রার মান উন্নয়ন হয়েছে। ভেবেছেন দারিদ্র বিমোচন এবং মানবাধিকার নিয়েও। নিয়েছেন নানা পদক্ষেপ। 







সাম্প্রতিক