বেক্সিমকো ফার্মা সানোফি বাংলাদেশের অধিকাংশ শেয়ার অধিগ্রহণ করেছে

News Editor 2021-10-10 সংবাদ বিশ্লেষণ View 1104

বাংলাদেশের শীর্ষস্থানীয় ফার্মাসিটিক্যাল কোম্পানি বেক্সিমকো ফার্মা সম্প্রতি বহুজাতিক ঔষধ কোম্পানি সানোফি বাংলাদেশের অধিকাংশ শেয়ার অধিগ্রহণ করে নিয়েছে। এর মাধ্যমে বেক্সিমকো ফার্মা তাদের  প্রডাক্ট লাইন আরো সমৃদ্ধ করলো এবং কোম্পানিটির ভিত্তি আরো মজবুত করলো। আন্তর্জাতিক বাজারে বেক্সিমকো ফার্মার সুনাম বৃদ্ধি পাবে এই অধিগ্রহণের ফলে বলে মনে করছেন ফার্মা শিল্পর সাথে সংক্লিষ্টরা। 


স্বাধীনতার পর পর ১৯৭২ সালে সোহেল এফ রহমান এবং সালমান এফ রহমান ভাতৃদ্বয় যে কোম্পানি শুরু করেছিলেন অনেক স্বপ্ন নিয়ে, সেই স্বপ্নের কোম্পানি আজকে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মহলে পরিচিত হয়েছে। বিশ্বদরবারে তুলে ধরেছে বাংলাদেশের নাম। দূরদর্শী এবং সফল ব্যবসায়ী সোহেল এফ রহমান ও সালমান এফ রহমান স্বাধীনতার পরপরই সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ থেকে সামুদ্রিক খাবার এবং হার চূর্ণ ইউরোপের বাজারে রপ্তানি করবেন এবং ইউরোপ থেকে মানসম্পন্ন ঔষধ দেশে আমদানি করবেন। তারই পরিক্রমায় কিছু বছর পর গঠিত হয়েছিল বেক্সিমকো ফার্মা। 


সোহেল এফ রহমান সংক্রান্ত তথ্যঃ নিভৃতচারী ব্যবসায়ী সোহেল এফ রহমান

বাংলা ট্রিবিউনের বিস্তারিত খবরঃ সানোফি অধিগ্রহণের অনুমোদন পেলো বেক্সিমকো


স্বাধীনতার পর পর ১৯৭২ সালে সোহেল এফ রহমান এবং সালমান এফ রহমান ভাতৃদ্বয় যে কোম্পানি শুরু করেছিলেন অনেক স্বপ্ন নিয়ে, সেই স্বপ্নের কোম্পানি আজকে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মহলে পরিচিত হয়েছে। বিশ্বদরবারে তুলে ধরেছে বাংলাদেশের নাম।

সানোফি গ্রুপ সারা বিশ্বে একটি পরিচিত নাম। বাংলাদেশ ১০০ ধরনের ঔষধ বিক্রি করে। ২০১৯ সালে ফরাসি এই কোম্পানি জানায় যে তারা মনে করে বাংলাদেশে ব্যবসার সম্ভাবনা তারা কাজে লাগানোর মতন অবস্থানে ছিল না যে কারণে তারা শেয়ার বিক্রি করে দিতে সিদ্ধান্ত নেয়। বাংলাদেশের শেয়ার অধিগ্রহণের জন্য বেক্সিমকো ফার্মা খরচ করেছে ৪৬৯ কোটি টাকা। এর আগে বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ ইনভেস্টমেন্ট ডিপার্টমেন্ট বেক্সিমকো ফার্মাকে শেয়ার অধিগ্রহণের অনুমোদন দেয়। সানোফি বাংলাদেশের সুনাম রয়েছে উচ্চ মানের ঔষধ উৎপাদনের। একই সুনাম রয়েছে বেক্সিমকো ফার্মার। সানোফি গ্রুপ এর কাছে ছিল ৫৪.৬ শতাংশ শেয়ার। বর্তমানে তা বেক্সিমকো ফার্মা কিনে নিয়েছে। বেক্সিমকো ফার্মা সিটি গ্রুপের সাথে যেই চুক্তি করেছে সেই চুক্তির আওতায় ঢাকার অদূরে থাকা টঙ্গীতে ২৫ একর জায়গাজুড়ে শ্রেণীর যেই কারখানা রয়েছে, তার মালিকানা ও পাবে বেক্সিমকো গ্রুপ। 


স্বাধীনতার পর যুদ্ধবিধ্বস্ত দেশে শিল্প কারখানা বিকাশের স্বপ্ন নিয়ে সোহেল এফ রহমান এবং সালমান এফ রহমান যে প্রতিষ্ঠান গড়ে তুলেন সেই বেক্সিমকো গ্রুপ বর্তমানে এশিয়ার অন্যতম বৃহৎ রপ্তানিমুখী শিল্প গোষ্ঠী হিসেবে পরিণত হয়েছে। দেশের সম্ভ্রান্ত এবং ঐতিহ্যবাহী পরিবারের সুযোগ্য সন্তান সোহেল এফ রহমান এবং সালমান এফ রহমান ভাতৃদ্বয় মেধা, ইচ্ছাশক্তি, দূরদর্শিতা এবং শ্রম দিয়ে তিলে তিলে গড়ে তুলেছেন বেক্সিমকো গ্রুপ। আন্তর্জাতিক মহলে পরিচিত করেছেন প্রতিষ্ঠানটিকে।


প্রথম কোন বাংলাদেশী কোম্পানি হিসেবে বেক্সিমকো ফার্মা ২০০৫ সালে লন্ডন স্টক এক্সচেঞ্জের অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট মার্কেটে তালিকা ভুক্ত হয়েছিল। ২০১৬ সালে কোম্পানিটি মার্কিন যুক্তরাষ্ট্রের ঔষধ রপ্তানি শুরু করে। করোনাভাইরাস মহামারী দেখা দিলে বেক্সিমকো ফার্মা এগিয়ে আসে এবং দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে থাকে। প্রতিষ্ঠানটি সর্বপ্রথম ভ্যাকসিন আমদানি করে। 

সাম্প্রতিক