ব্যবসা প্রতিষ্ঠানের নাম নির্বাচন

News Editor 2021-09-11 ব্যবসা বাণিজ্য View 2665

ব্যবসার ধরনের মতনই ব্যবসা প্রতিষ্ঠানের নাম সাফল্যের ওপর প্রভাব ফেলে। যেই সেই নাম দিয়ে ব্যবসা শুরু করলে সাফল্য পাবার সম্ভাবনা একটু হলেও কমে যায়। 


নিচে উল্লেখ করে দেয়া হল ব্যবসা প্রতিষ্ঠান নাম নির্ধারণ করার আগে কি কি জিনিস মনে রাখা দরকার।


১। এক অথবা দুই শব্দের নাম নির্বাচন করা দরকার। ব্যবসা প্রতিষ্ঠান নাম বড় হলে অনেক গ্রাহক তা মনে রাখতে পারবে না। আর মনে না রাখতে পারলে ব্যবসার প্রচার হবে না। তাই প্রয়োজন ছোট নাম নির্বাচন করা। ছোট নাম রাখলে আরেকটি সুবিধা আছে, সাইন বোর্ড সাইন বোর্ড ওয়েবসাইট এবং বিজনেস কার্ড এ খুব সহজেই প্রতিষ্ঠানের নাম জায়গা হয়ে যাবে। প্রতিষ্ঠানের নামঃ বড় হলে ঝামেলা বেজে যেতে পারে। তবে একান্তই যোদি বড়নাম রাখতে হয় তাহলে শর্ট ফর্ম ব্যবহার করা উচিত। উদাহরণস্বরূপ বলা যায় দেশের সর্ববৃহৎ এবং শীর্ষস্থানীয় কোম্পানির নাম বেক্সিমকো গ্রুপ। কোম্পানির নাম শুরুতে ছিল বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড। 

ব্যবসার ধরনের মতনই ব্যবসা প্রতিষ্ঠানের নাম সাফল্যের ওপর প্রভাব ফেলে। যেই সেই নাম দিয়ে ব্যবসা শুরু করলে সাফল্য পাবার সম্ভাবনা একটু হলেও কমে যায়।


২। প্রতিষ্ঠানের নাম যাতে সহজ বানান দিয়ে হয় সেটার দিকে নজর রাখতে হবে। যত কঠিন বানান, ততো জামেলা। কঠিন বানান হলে গ্রাহকরা অনলাইনে খুঁজে পাবেনা। আর খুঁজে না পেলে ব্যাবসাও পারবে না। 


৩। ব্যবসার ধরনের সাথে মানানসই নাম রাখা প্রয়োজন। যেমন কেউ ফিশারিজ ব্যবসায় বিনিয়োগ করলে। নামের মাঝে যদি ফিশারিজ থাকে তাহলে সেটা ব্যবসার প্রচার এবং প্রসারে অবদান রাখবে। 


৪। ছোট নাম রাখার পাশাপাশি একটি আকর্ষণীয় এবং ট্রেন্ডি নাম রাখতে হবে। এমন নাম রাখতে হবে যেটা গ্রাহকদেরকে আকৃষ্ট করতে পারে।

সাম্প্রতিক