ওষুধ প্রশাসন অধিদপ্তর কোভিড-১৯ এর মুখে খাওয়ার ঔষধ উৎপাদনের জন্য বেক্সিমকো, এসকায়েফ, স্কয়ার এবং রেন

News Editor 2021-12-04 সাম্প্রতিক View 992

ওষুধ প্রশাসন অধিদপ্তর (DGDA) সম্প্রতি  বেক্সিমকো, স্কয়ার, এসকায়েফ এবং রেনাটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলিকে মার্কিন ওষুধ প্রস্তুতকারক Merck & Co Inc and Ridgeback Biotherapeutics দ্বারা তৈরি বিশ্বের প্রথম কোভিড-১৯ পিল মলনুপিরাভির (Molnupiravir) উৎপাদন ও বিপণনের জন্য অনুমোদন দিয়েছে। বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় দেশ হিসেবে এই অ্যান্টিভাইরাল পিল অনুমোদন করেছে।  

কোম্পানিগুলো মলনুপিরাভির উৎপাদন করে স্থানীয় এবং বিদেশী উভয় বাজারে সরবরাহ করতে পারবে। অনুমোদনের অপেক্ষায় থাকা অন্যান্য কোম্পানি হলো জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেড, বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, একমি ল্যাবরেটরিজ লিমিটেড, হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড।


মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক সংস্থাগুলো যৌথভাবে পরীক্ষামূলকভাবে মুখে খাওয়ার যোগ্য এই অ্যান্টিভাইরাল ওষুধ তৈরি করেছে, যা মূলত ফ্লু চিকিৎসার জন্য তৈরি করা হয়েছিল। এই ওষুধটি কোভিড-১৯ আক্রান্ত রোগীর হাসপাতালে ভর্তি হওয়া বা মৃত্যুর ঝুঁকি প্রায় অর্ধেক কমিয়ে দেয়।রেনাটা লিমিটেডের কোম্পানি সচিব মোঃ জুবায়ের আলম জানান, তাদের পণ্যের নাম লুপ্রাভির এবং প্রতিটি ট্যাবলেটের দাম ৫০ টাকা। তবে এই ঔষধটি শুধুমাত্র হালকা কোভিড-১৯ উপসর্গযুক্ত রোগীরএর চিকিৎসার জন্য ব্যবহার করা হবে। ১৮ বছরের কম বয়সী রোগীদের জন্য এটি ব্যবহার করা যাবে না।

ওষুধ প্রশাসন অধিদপ্তর বেক্সিমকো, স্কয়ার, এসকায়েফ এবং রেনাটা ফার্মাসিউটিক্যাল কে মার্কিন ওষুধ প্রস্তুতকারক Merck & Co Inc and Ridgeback Biotherapeutics দ্বারা তৈরি বিশ্বের প্রথম কোভিড-১৯ পিল মলনুপিরাভির উৎপাদন ও বিপণনের জন্য অনুমোদন দিয়েছে।


যুক্তরাজ্যের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা, মেডিসিনস অ্যান্ড হেলথ কেয়ার প্রোডাক্ট রেগুলেটরি এজেন্সি বা MHRA বাংলাদেশের  স্কয়ার, এসকায়েফ, ইনসেপ্টা, রেনাটা ফার্মাসিউটিক্যাল এবং বেক্সিমকো-এর কারখানগুলোর অনুমোদন দিয়েছে। 


বেক্সিমকো এক বিবৃতিতে জানিয়েছে যে তারা এটি ইমোরিভির  (Emorivir) নামে বাজারজাত করবে।


সাম্প্রতিক