দোহার-নবাবগঞ্জবাসীর পাশে সালমান এফ রহমান
News Editor
2020-05-28
সাম্প্রতিক
View 1770
দোহার-নবাবগঞ্জবাসীর পাশে এসে দাঁড়িয়েছেন সালমান এফ রহমান। তিনি এই এলাকার সংসদ সদস্য।
দোহার-নবাবগঞ্জবাসীর পাশে এসে দাঁড়িয়েছেন সালমান এফ রহমান
করোনাভাইরাসের কারনে কর্মহীন, দুস্থ ও হতদরিদ্র মানুষ ভীষণ আসুবিধায় পরেছে। সালমান এফ রহমান ফজলুর রহমান ফাউন্ডেশনের মাধ্যমে দোহার-নবাবগঞ্জের ৬১ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন। দোহার উপজেলায় ৩৩ হাজার পরিবারকে ও নবাবগঞ্জ উপজেলায় ২৮ হাজার পরিবারকে এই খাদ্য সহায়তা দেয়া হয়। এছাড়া তিনি নবাবগঞ্জের ৯৮১০টি ও দোহারের ৮৮৮৫টি পরিবারকে প্রধানমন্ত্রীর নগদ আর্থিক সুবিধার আওতায় নিয়ে এসেছেন।
ফজলুর রহমান ফাউন্ডেশনের কার্যক্রমের আওতায় কৃষি শ্রমিক, দিনমজুর, নির্মাণ শ্রমিক, দোকানের কর্মচারী, হকারসহ নানান পেশার মানুষদের নিয়ে আসা হয়েছে।
Previous Post হটস্পট ধরে লকডাউন